জাফর ইকবাল চিরিরবন্দর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ভোক্তা অধিকার অধিদপ্তরের মোবাইল কোট অভিযান পরিচালিত হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর বাজারে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম শরিফুল হকের নেতৃত্বাধীন একটি টীম চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে তদারকি করে। দুই প্রতিষ্ঠানে মেয়াদ উত্তির্ন ঔষধ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত করে মেসার্স মৃন্ময় ফার্মেসীকে ১০ হাজার টাকা ও জননী ফার্মেসিকে ৫ হাজার ও মেডিকা ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা আইনে জরিমানা করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয়।