আগামী ১৭ আগস্ট শনিবার থেকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন আপাতত বন্ধ থাকবে।
রোববার (১১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের এক বৈঠক হয়, যেখানে মেট্রোরেল চলাচলের বিষয়টি উত্থাপন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। প্রধান উপদেষ্টা দ্রুত মেট্রোরেল চালু করার নির্দেশনা দেন। এরপর, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সিদ্ধান্ত নেয় যে আগামী শনিবার থেকে যাত্রীবাহী মেট্রোরেল চলাচল শুরু হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী দুপুরে জাগো নিউজকে জানান, ‘মেট্রোরেল ঢাকার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন। পুনরায় চালুর বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
তবে রাতে যোগাযোগ করলে সচিবকে পাওয়া যায়নি।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রয় ও যাত্রীদের ভাড়া আদায় ব্যবস্থায় ক্ষতি হয়েছে। তাই এ দুটি স্টেশন বাদ দিয়ে বাকি ১৪ স্টেশনে মেট্রোরেল যে কোনো সময় চালু করা সম্ভব।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের পর বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। ২০ জুলাই ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।