সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১১ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বিজয় বাসক। তিনি জানান, কারা এই হামলা চালিয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনো পারছি না।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে।
এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে বিভিন্ন জেলায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই।
এর মধ্যে ঢাকায় ৪, হবিগঞ্জে ২, সিলেটে ১, ভোলায় ১, জয়পুরহাটে ১, বরিশালে ১, রংপুরে ৪, কিশোরগঞ্জে ৩, বগুড়ায় ৩, কুমিল্লায় ২, শেরপুরে ২, সিরাজগঞ্জে ৬, নরসিংদীতে ৬, ফেনীতে ৫, মুন্সিগঞ্জে ৪, পাবনায় ৩, মাগুরায় ৩ ও লক্ষ্মীপুরে ৪ জন নিহত হয়েছেন।