কিছুই থামাতে পারছে না ইরানকে। কঠোর নিষেধাজ্ঞার পরও দিন দিন নিজেদের সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা করলেও, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ইরানের। বরং পাল্টা জবাব হিসেবে তারা উন্মোচন করেছে ভয়ংকর এক ড্রোন, যা পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ ১৫ মাস ধরে গাজায় চলা যুদ্ধকে সম্মান জানিয়ে নতুন এই ড্রোনের নামকরণ করা হয়েছে ‘গাজা’। ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ড্রোনটি সীমান্ত নিরাপত্তা ও সামরিক অভিযানে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ‘গাজা’ ড্রোনটি ১ হাজার কিলোমিটার পাল্লার, যা কমপক্ষে ৫০০ কিলোগ্রাম পে-লোড বহন করতে সক্ষম। এটি পরীক্ষামূলকভাবে ৮টি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ৩ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সর্বোচ্চ ৪ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত হামলা চালাতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এটি একসঙ্গে ১২টি বোমা বহন করতে পারে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে ইরান প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়।